কেন ১ম বর্ষ থেকেই ডিফেন্সের প্রস্তুতি শুরু করা উচিত?
অন্যদিকে, এইচএসসি পরীক্ষার পর ভর্তি প্রস্তুতি, মেডিকেল বা বিদেশে যাওয়ার পরিকল্পনা—এসব কারণে অনেকেই বলে "আবেদন করব", কিন্তু শেষ পর্যন্ত সময়মতো আবেদন করতে পারে না। ফলে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে গিয়ে অনেকে অতিরিক্ত চাপের মধ্যে পড়ে যায়।
কিন্তু যদি কেউ ১ম বর্ষ থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করে, তবে ২য় বর্ষে উঠতে উঠতেই সে মানসিকভাবে ও একাডেমিকভাবে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় অফিসার র্যাংকে আবেদন করার জন্য।
আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে নিচের ফর্মটি পূরণ করুন।
Form Link : https://forms.gle/KBJfvEdrHoXS76FLA
গ্রীন ডিফেন্স একাডেমি
তোমার লক্ষ্য, আমাদের দিকনির্দেশনা।

0 Comments