ISSB এর প্রথম দিন প্রথম পর্বে IQ পরীক্ষা

 আমরা জানি যে ISSB এর প্রথম দিন প্রথম পর্বে IQ পরীক্ষা দিতে হয়।



আজ তাহলে এই বিষয়ে আলোচনা করা যাক।
IQ - Intelligence Quotient
ISSB প্রথম দিন সকাল সাড়ে ৭টার মধ্যে নিশ্চিত করতে হয় উপস্থিতি। এরপর তাদের একটি স্বাগত অনুষ্ঠানে চার দিনের আনুষ্ঠানিকতা সম্পর্কে দেওয়া হয় ধারণা। প্রথমেই বুদ্ধিমত্তা পরীক্ষা।
এ পরীক্ষার দুটি অংশ থাকে—ভাষাগত (Verbal) ও ইন্দ্রিয়গ্রাহ্য ( Non Verbal) । প্রশ্ন করা হয় এমসিকিউ টাইপের।
ভাষাগত ( Verbal) পরীক্ষায় সাধারণত ১০০টি প্রশ্নের জন্য ৩৫ মিনিট ও ইন্দ্রিয়গ্রাহ্য ( Non Verbal) পরীক্ষায় ৩৮টি প্রশ্নের জন্য ৩৫ মিনিট সময় দেওয়া হয়। বাচিক পরীক্ষায় সত্য-মিথ্যা, বিভিন্ন সিরিজ, অসাদৃশ্য, গাণিতিক প্রশ্ন করা হয়। আর অবাচিক পরীক্ষায় নানা ছবি বা চিহ্ন ও বিভিন্ন জ্যামিতিক চিত্র দিয়ে প্রশ্ন হয়ে থাকে।
যারা পাস নম্বর পাবে না তাদের এখান থেকেই বিদায় নিতে হবে।
এছাড়াও বাংলাদেশের নৌবাহিনী এবং বিমানবাহিনীর লিখিত পরীক্ষায় IQ পরীক্ষা থাকে। যাতে পাস করার পরেই পরবর্তী বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
তাই ঘরে বসেই অনলাইনে IQ প্র্যাকটিস করুন iqtestbd.com থেকে।
𝐕𝐢𝐯𝐚 + 𝐖𝐫𝐢𝐭𝐭𝐞𝐧 + 𝐈𝐒𝐒𝐁 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 = 𝐢𝐪𝐭𝐞𝐬𝐭𝐛𝐝.𝐜𝐨𝐦
#𝐇𝐞𝐥𝐩𝐥𝐢𝐧𝐞 𝟎𝟏𝟗𝟕𝟗 𝟒𝟗𝟓𝟗𝟒𝟗 , 𝟎𝟏𝟕𝟖𝟗 𝟒𝟗𝟓𝟗𝟒𝟗
#𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬 𝐑𝐨𝐨𝐦# 𝟏𝟑𝟓 (𝟏𝐬𝐭 𝐟𝐥𝐨𝐨𝐫), 𝐑𝐇 𝐇𝐨𝐦𝐞 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫, 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐑𝐨𝐚𝐝, 𝐅𝐚𝐫𝐦𝐠𝐚𝐭𝐞, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟏𝟓.

Post a Comment

0 Comments