ISSB-তে (Inter Services Selection Board) দু’টি গুরুত্বপূর্ণ ধাপ হলো PPDT এবং IQ Test। এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো:
একে বলা হয় ছবির মাধ্যমে উপলব্ধি ও আলোচনা পরীক্ষা।
এখানে প্রার্থীদের একটি ছবি খুব অল্প সময়ের জন্য দেখানো হয়।
ছবিটি দেখে প্রত্যেককে একটি ছোট গল্প লিখতে হয়, যেখানে নিজের পর্যবেক্ষণ, কল্পনা ও চিন্তার প্রকাশ ঘটাতে হয়।
এরপর সবাই মিলে গ্রুপ ডিসকাশনে বসে নিজের গল্প ব্যাখ্যা করে এবং সবার সাথে আলোচনা চালায়।


একে বলা হয় বুদ্ধিমত্তা পরীক্ষা।
এখানে সংখ্যাগত, যুক্তি-তর্কভিত্তিক এবং মানসিক দক্ষতার প্রশ্ন থাকে।
যেমন: প্যাটার্ন চিনে নেওয়া, অংকের সহজ সমস্যা, কোড/সিরিজ সলভ করা, অ্যানালজি, লজিক্যাল রিজনিং ইত্যাদি। এর মাধ্যমে প্রার্থীর সমস্যা সমাধানের ক্ষমতা, দ্রুত চিন্তা করার দক্ষতা, এবং বুদ্ধিবৃত্তিক মান যাচাই করা হয়।
PPDT মূলত প্রার্থীর চিন্তা, প্রকাশভঙ্গি ও নেতৃত্বের গুণ পরীক্ষা করে, আর IQ Test যাচাই করে তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা।
আই.এস.এস.বি সম্পর্কে আরও জানতে নিচের দেয়া ফর্মটি পুরন করুন
Form Link : https://forms.gle/KBJfvEdrHoXS76FLA



ঠিকানা:
রুম #১৩৫ (প্রথম তলা), RH হোম সেন্টার,
গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫
0 Comments