#GPA ৪.৫০ না থাকলেও অফিসার হওয়া সম্ভব! জানুন কিভাবে…

আপনার যদি GPA ৪.০০ বা তার বেশি হয়, তাহলে আপনি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীর সৈনিক/নাবিক/এয়ারম্যান পদে আবেদন করতে পারবেন। এই পদে GPA একটু কম হলেও চলবে, কিন্তু শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা জরুরি।

সৈনিক পদে যোগ দেওয়ার পর কিছুদিন কাজ করলে, বাহিনীর ভেতর থেকেই অফিসার হওয়ার সুযোগ আসে। প্রতি বছর বাহিনী থেকে কিছু সংখ্যক সৈনিককে "সৈনিক থেকে অফিসার" হওয়ার জন্য বিশেষ ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হয়।
এই সুযোগ পেতে যা যা লাগবে:



এইভাবে আপনি সেনাবাহিনীর BMA, নৌবাহিনীর BN, অথবা বিমানবাহিনীর BAFA তে ট্রেনিং নিয়ে অফিসার হতে পারবেন।




এখন থেকেই প্রস্তুতি নিন!
GPA কম বলে হতাশ হওয়ার কিছু নেই। আগে সৈনিক পদে আবেদন করুন, তারপর সুযোগ পেলে অফিসার হবার পথেই হেঁটে যান।
Green Defence Academy-তে আপনি পাবেন—





Form Link : https://forms.gle/KBJfvEdrHoXS76FLA

রুম #১৩৫ (প্রথম তলা), RH হোম সেন্টার,
গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫
0 Comments