আপনি কি ইংরেজি মাধ্যম থেকে বাংলাদেশ আর্মিতে একজন অফিসার হিসেবে যোগদান করতে ইচ্ছুক ?

শিক্ষাগত যোগ্যতা:
ইংরেজী মাধ্যম- 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে 'এ' গ্রেড ও ৩টিতে 'বি' গ্রেড এবং
'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা
'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে 'এ' গ্রেড ও এটিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

বৈবাহিক অবস্থা- অবিবাহিত

ফ্রি কনসাল্টেশন এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এ এড হয়ে নেন নিচের দেয়া লিংক এর মাধ্যমhttps://lnkd.in/gNjzP2dm

আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে নিচের ফর্মটি পূরণ করুন।
Form Link :https://lnkd.in/gQhvDQV8

যোগাযোগ করো আজই – Green Defence Academy
01979 495949
01789 495949

ISSB পরীক্ষার দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ফ্রি ডিপি ভাইবাতে অংশ নিতে নিচের ফর্মটি পূরণ করুন।
Form Link: https://lnkd.in/gNBM-G4j

ঠিকানা:
রুম #১৩৫ (প্রথম তলা), RH হোম সেন্টার,
গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫

hashtagISSBপ্রস্তুতি hashtaggreendefenceacademy hashtagস্পেশাল hashtagশর্ট_কোর্স hashtagjoinarmy hashtagBMA hashtaggreendefenceacademy hashtagjoinbangladesharmy hashtagAMC
hashtagbestdefenceacademy hashtagissbinterview hashtagDPviva hashtagjoinairforce hashtagjoinnavy hashtagjoinarmy hashtagbangladeshairforce hashtagbangladeshnavy hashtagbangladesharmy hashtag95bma hashtag96bma @92bafa hashtag93bafa hashtag26BN hashtagmilitaryhistory hashtagmilitary hashtagbestissbcoaching

ভর্তি চলছে! এখনই শুরু করো প্রস্তুতি।
গ্রীন ডিফেন্স একাডেমি
তোমার লক্ষ্য, আমাদের দিকনির্দেশনা।

Post a Comment

0 Comments