যারা চিকিৎসক বা ডেন্টাল সার্জন হয়ে দেশের জন্য কাজ করার পাশাপাশি সেনাবাহিনীর গৌরবময় জীবনের অংশ হতে চান, AMC ও ADC হতে পারে একটি চমৎকার ক্যারিয়ার অপশন।AMC এবং ADC বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিশেষায়িত শাখা, যেখানে ডাক্তার এবং ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়।
AMC তে MBBS ডিগ্রিধারীরা এবং ADC তে BDS ডিগ্রিধারী ডেন্টাল সার্জনরা ক্যাপ্টেন পদে জয়েন করেন। অনেকের ছোট থেকে স্বপ্ন থাকে সেনাবাহিনী তে যোগ দাওয়ার কিন্তু কোনো কারণে যদি সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় এটাই সুযোগ তাদের জন্য সেনাবাহিনীতে যোগ দাওয়ার। MBBS এবং BDS শেষ করেই তারা তাদের এই স্বপ্ন গুলোকে বাস্তবায়ন করতে পারে। এক্ষেত্রে একজন প্রার্থীর বয়স সাধারণত হতে হয় অনূর্ধ্ব ২৮ বছর । শিক্ষাগত যোগ্যতা : আর্মি মেডিকেল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা) এমবিবিএস ডিগ্রীধারী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ) ও ইন্টার্ণশীপ সম্পন্নকারী হতে হবে।এবং ইন্টার্নশিপ এর সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ সর্বমোট ৯.০০ থাকতে হয়(যে কোনো পরীক্ষায় জিপিএ ৪.৫০ এর কম নয়)। আর্মি ডেন্টাল কোর (এডিসি) - (পুরুষ/মহিলা) বিডিএস ডিগ্রীধারী(সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)ও ইন্টার্ণশীপ সম্পন্নকারী হতে হয় এবং ইন্টার্নশিপ এর সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ সর্বমোট ৯.০০ থাকতে হয়(যে কোনো পরীক্ষায় জিপিএ ৪.৫০ এর কম নয়)। উচ্চতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ফুট ০ ইঞ্চি হতে হয়। নির্বাচন পদ্ধতি : লিখিত, প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা এবং পরবর্তীতে আইএসএসবি পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থীকে নির্বাচন করা হয়ে থাকে। কেন আবেদন করবেন? – আবেদনকারীদের জন্য মূল আকর্ষণ উচ্চ সম্মান ও মর্যাদা।সেনাবাহিনীর অফিসার হিসেবে সমাজে বিশেষ সম্মান।চাকরির নিরাপত্তা সরকারি ও স্থায়ী চাকরি হওয়ায়।উচ্চ বেতন ও ভাতা, বাসা ভাড়া, মেডিকেল সুবিধা সহ আর ও অন্যান্য সুযোগ সুবিধা বিশেষ করে চমৎকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট: বিদেশে উচ্চতর ট্রেনিং, কোর্স, পিসকিপিং মিশনে অংশগ্রহণ ইত্যাদি।এবং সেই সাথে দেশ ও জাতির সেবা করার সুযোগ। মানবসেবার পাশাপাশি দেশের নিরাপত্তায় অংশগ্রহণের সুযোগ। তাই MBBS এবং BDS শেষ করার পরে সেনাবাহিনীতে যোগ দাওয়ার জন্য এটি একটি বিশেষ সুযোগ প্রার্থীদের জন্য। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেম – এই তিনটি থাকলে সফলতা নিশ্চিত
0 Comments