বাফার সার্কুলার প্রকাশিত হওয়ার পরপরই খুব অল্প সময়ের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়। সার্কুলারে অ্যাপ্লিকেশন চলাকালীন সময় থেকেই পরীক্ষা নেওয়া শুরু হয় বলে দ্রুত পরীক্ষা শেষ হয়।
যদি আগে থেকে প্রস্তুতি না থাকে, তাহলে পুরো সিলেবাস কভার করা কঠিন হয়ে পড়ে।

হাজার হাজার প্রার্থী আবেদন করে, কিন্তু আসন সংখ্যা সীমিত। তাই যাদের প্রস্তুতি আগে থেকেই থাকে, তারাই শুরুতেই একটা বাড়তি সুবিধা পায়।প্রতিযোগিতায় টিকে থাকতে ভালো প্রস্তুতি গুরুত্বপূর্ণ।

বাফার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকাডেমিক না, শারীরিক ও মানসিক ফিটনেসও গুরুত্বপূর্ণ। এগুলোর জন্য নিয়মিত অনুশীলন দরকার, যা এক-দু’সপ্তাহে সম্ভব না।অফিসার ক্যাডেট হতে হলে অফিসার হওয়ার মতো গুণাবলী থাকা জরুরী একজন প্রার্থীর মধ্যে।

MCQ, লিখিত, ভাইভা—সবগুলোতেই ভালো করতে হলে ধীরে ধীরে ও পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া দরকার। তাড়াহুড়ো করে পড়লে আত্মবিশ্বাসও থাকে না।ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে নিজ থেকে আত্মবিশ্বাস গড়ে ওঠে।

আগে থেকে প্রস্তুতি নিলে পূর্ববর্তী বাফা পরীক্ষাগুলোর ট্রেন্ড, প্রশ্নের ধরন ইত্যাদি বিশ্লেষণ করে স্মার্টলি প্রস্তুত হওয়া যায়।
এসব কারণে বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে যোগদানে আগ্রহী প্রার্থীর সার্কুলার প্রকাশের পূর্বে থেকে প্রস্তুতি নেয়া খুবই জরুরী ।

0 Comments