How you will pass in Army, Navy and air force IQ Exam

 সেনাবাহিনী, নৌ বাহিনী,বিমানবাহিনীতে যোগ দিতে হলে একজন প্রার্থীর থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা,দ্রুত সমস্যা সমাধানের সামর্থ্য,মানসিক দক্ষতা সহ কঠিন পরিস্থিতিতে কার্যকর ভাবে প্রতিক্রিয়া দেখানোর কৌশল। 

IQ পরীক্ষা এই দক্ষতা গুলো মূল্যায়ন করতে সাহায্য করে।এই জন্য ISSB বাছাই প্রক্রিয়ায় IQ পরীক্ষা নেওয়া হয়ে থাকে শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধি ভিত্তিক মূল্যায়নের জন্য।

যে সব করনে IQ এ দক্ষ হতে হয় সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীতে যোগদানে ইচ্ছুক প্রার্থীকে :

👉 কঠোর প্রশিক্ষণে সহজে দক্ষতা অর্জন করতে সহায়ক হয়। 
👉কৌশল কত চিন্তা ভাবনা অপরিকল্পনা গ্রহণে সহায়ক। 
👉সাধারণত উচ্চ IQ সম্পূর্ণ ব্যক্তি মানসিক চাপেও কাজ করে যাওয়ার সক্ষমতা রাখে। 
👉বর্তমানে সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছেন। কৌশলগত ভাবে  অস্ত্র পরিচালনার করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। 
👉দলগতভাবে কাজ করতে এবং নেতার ভূমিকা পালন করতে হয়। এক্ষেত্রে IQ পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হয়ে থাকে প্রার্থীদের দক্ষতা ও গুণাবলী।

এইসব করনে IQ test সেনাবাহিনী,নৌ বাহিনী ও বিমান বাহিনীতে  যোগদানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা প্রার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিমত্ত বিশ্লেষণে সহায়ক।

Post a Comment

0 Comments