𝐈𝐒𝐒𝐁 এর প্রথম দিন কেন বাদ পরবেন?

 𝐈𝐒𝐒𝐁 এর প্রথম দিন কেন বাদ পরবেন?



👉 আজকে আমরা কথা বলবো আইএসএসবি এর স্ক্রিনিং টেস্ট এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি টেস্ট নিয়ে, সেটি হলো পিপিডিটি (𝐏𝐏𝐃𝐓-𝐏𝐢𝐜𝐭𝐮𝐫𝐞 𝐏𝐞𝐫𝐜𝐞𝐩𝐭𝐢𝐨𝐧 & 𝐃𝐢𝐬𝐜𝐮𝐬𝐬𝐢𝐨𝐧 𝐓𝐞𝐬𝐭).
𝐏𝐏𝐃𝐓 পরীক্ষাটি আইএসএসবি এর ১ম দিনে IQ পরীক্ষার পরেই সম্পন্ন করা হয়।
𝐏𝐏𝐃𝐓 পরীক্ষারটির দুটি অংশ।
১. লিখিত অংশ
২. আলোচনা অংশ (যা লিখিত অংশে লেখা হয়েছে সেটি নিয়ে)
🔻 PPDT পরীক্ষার কিছু নিয়ম রয়েছে। সেগুলো নিচে বিস্তারিত বলা হলো :
১. প্রথমেই ক্যান্ডিডেটদেরকে টেস্টিং হলের স্ক্রিনে একটি অস্পষ্ট ছবি দেখানো হবে।
২. ছবিটি দেখার জন্য সবাইকে ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে।
৩. এরপর নির্দেশনা দেওয়া হলে ক্যান্ডিডেটরা তাদের লিখিত অংশ শুরু করতে পারবে।
৪. সকল ক্যান্ডিডেটকে একটি পৃষ্ঠা দেওয়া হবে। সেই পৃষ্ঠার তিনটি অংশ থাকবে।
ক) প্রথমটির নাম (Spot Box), এই বক্সে আপনি ঐ অস্পষ্ট ছবিটি থেকে কোনো বস্তু/ব্যক্তির ন্যায় কিছু দেখতে পেয়েছেন কিনা সেটি নির্দেশনা অনুযায়ী লিখবেন।
খ) দ্বিতীয়টির নাম (Action Box), এই বক্সটিতে আপনি ছবিটির ওপর নির্ভর করে যেই গল্পটি লিখবেন উক্ত গল্পটির একটি সারমর্ম আইএসএসবি এর নির্দেশনা অনুযায়ী লিখবেন।
গ) তৃতীয়টির নাম (Story Box). এই বক্সটিতে আপনি ছবিটি দেখে আপনার নিজের ধারণাকৃত একটি অবস্থার গল্পটি লিখবেন।
৫. উপরোক্ত তিনটি বক্স লেখার ক্ষেত্রে কোন বক্সটি কত সময়ের মধ্যে লিখতে হবে তা লিখার শুরুতেই ক্যান্ডিডেটদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেটদেরকে অবশ্যই নির্দেশনা মেনে চলতে হবে।
🔸 এই তিনটি বক্স লেখা সম্পন্ন করার মাধ্যমেই সকলের লিখিত অংশের পরীক্ষা সম্পন্ন বলে ঘোষণা করা হবে।
🔸 এরপর সকলকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য বিরতি দেওয়া হবে।
🔸 এরপর সকল ক্যান্ডিডেটকে তার গ্রুপ অনুযায়ী আইএসএসবি এর "হাট" গুলোতে নিয়ে যাওয়া হবে। সেখানে সকলের গ্রুপ অনুযায়ী PPDT এর দ্বিতীয় অংশ আলোচনা অংশটি সম্পন্ন করা হবে।
📌 PPDT আলোচনা অংশের বিস্তারিত নিচে বলা হলো :
১. প্রথমে আপনাদেরকে আপনাদের নিজ নিজ লিখিত অংশের কাগজটি আপনাদেরকে দেওয়া হবে।
২. এরপর এটি জিটিও স্যারের নির্দেশনা অনুযায়ী Read Out ( যা লিখেছেন তা পড়ে শুনানো) করতে হবে।
৩. এরপর জিটিও স্যারের নির্দেশনা অনুযায়ী Logic Part, Doubt Part ( Logic part হলো আপনি আপনার লিখিত অংশে যেই গল্পটি লিখেছেন তার পিছনের কারণটি যুক্তিসহকারে ব্যাখ্যা করা। এবং আপনার গল্পটি যদি কারো যু্ক্তিসম্পন্নহীন হয়ে থাকে তবে সেটি সে প্রশ্ন করতে পারবেন, এটিই হলো Doubt Part)
৪. উপরোক্ত সবগুলো ধাপ জিটিও স্যার যে নির্দেশনা দিবেন অবশ্যই তা মানতে হবে। এবং সে অনুযায়ী সম্পন্ন করতে হবে।
🔹 এইভাবেই PPDT পরীক্ষাটি সম্পন্ন করা হয়। এরপর হাট থেকে সকলকে টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে এবং পরীক্ষার ফলাফল দেওয়া হবে। যারা এই পরীক্ষায় বাদ পড়বেন তারা স্ক্রিনড আউট বলে গণ্য হবেন। এবং সেই মুহূর্তেই তাদেরকে আইএসএসবি ত্যাগ করতে হবে।
🔹 অতএব PPDT পরীক্ষাটি আইএসএসবিতে অতি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তাই সকলকে অবশ্যই এটির জোরালো প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ ❣️
🚀Green Defence Academy থেকে নিতে পারবেন ISSB এর সম্পূর্ণ প্রস্তুতি। অফিসার পদে চান্স পেতে, Top Instructor দের থেকে Best Preparation পাবেন এখানেই।
⚠️মিলিটারী অফিসার হওয়া যাদের স্বপ্ন, তারা নিচের ফর্মটি পূরণ করুন।
🔥🔥 গ্রীনকার্ড মানেই গ্রীন ডিফেন্স একাডেমী 🔥🔥
𝟎𝟏𝟗𝟕𝟗 𝟒𝟗𝟓𝟗𝟒𝟗
𝟎𝟏𝟕𝟖𝟗 𝟒𝟗𝟓𝟗𝟒𝟗
𝐑𝐨𝐨𝐦# 𝟏𝟑𝟓 (𝟏𝐬𝐭 𝐟𝐥𝐨𝐨𝐫), 𝐑𝐇 𝐇𝐨𝐦𝐞 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫, 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐑𝐨𝐚𝐝, 𝐅𝐚𝐫𝐦𝐠𝐚𝐭𝐞, 𝐃𝐡𝐚𝐤𝐚 -𝟏𝟐𝟏𝟓

Post a Comment

0 Comments