How to practice IQ in ISSB? | How to Pass IQ Test in ISSB?




 ISSB এর প্রথম দিন সর্ব প্রথম অনুষ্ঠিত হয় IQ Test 


IQ Test এর সময়কাল ও মার্কস:

এই পরীক্ষায় আপনাকে সময়ের মধ্যে সঠিক উত্তর দেওয়ার জন্য স্বল্পক্ষণ সময় দেওয়া হয়।

Verbal IQ                                         Non-Verbal IQ

Marks: 100                                       Marks: 30/38
Time: 35 min                                   Time: 12 min




সাধারনত ISSB তে IQ Test কেমন হয়ে থাকে তার একটি Free Test দিয়ে পরীক্ষার ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে এবং নিজেকে যাচাই কিভাবে এবং কোথায় করবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিও তে সম্পূর্ণ আকারে দেওয়া আছেঃ


উপর্যুক্ত Video তে দেয়া Website থেকে কিভাবে Free Practice কিভাবে করবেন তার বিবরণ দেওয়া আছে নিচের Video তেঃ



IQ প্রশ্নের ধরন:

ভাষাগত (Verbal) পরীক্ষা: 

এই পরীক্ষায় আপনার ভাষাগত দক্ষতা এবং সাধারণ জ্ঞান পরীক্ষা করা হয়। এই ধাপে আপনাকে সাধারণ জ্ঞান, সংখ্যার ধারণা, ম্যাট্রিক্স, কম্পিউটার নীতি, বিন্যাস, ম্যাথ ও বিজ্ঞানের প্রশ্ন সম্পর্কে পরীক্ষা দেয়া হয়। এছাড়াও, আপনাকে ভাষায় লিখিত কিছু প্রশ্নের জবাব লিখতে হতে পারে।

অভাষাগত (Non-Verbal) পরীক্ষা: 

এই ধাপে আপনাকে গণিতক সমস্যা সমাধান করতে হবে, অবকাঠামো গঠন করতে পারে, চিত্র বা আকৃতি পরিচিতি করতে পারে এবং নীতিমূলক দক্ষতা পরীক্ষা করা হয়।


যারা FREE DP VIVA দিয়ে ISSB এর জন্য নিজের যোগ্যতা যাচাই করতে  ইচ্ছুক তারা Register করুন।

     Register Now!      



Post a Comment

0 Comments