ISSB Psychological Test and it's Preparation | How to take preparation for Psychological Test of ISSB? | In Which day Psychological Test Take Place in ISSB?




আমরা একটি মানুষের বাহ্যিক দোষ ও গুণাবলি যাচাই করে থাকি অনেক গুলো নিয়ে, যেমন: পোশাক, চুলের ধরন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কথা বলার ধরন, হাটা চলার ধরন, শারিরীক অঙ্গভঙ্গি ইত্যাদি মাধ্যমে।

ঠিক তেমনই, আমরা যদি কারো Psychology, Personality সম্পর্কিত দোষ গুণ যাচাই করতে চাই তাহলে তাদের বেশ কিছু Psychological Test আমাদের পরিচালোনা করতে হবে, হোক সেটি লিখিত আকারে কিংবা মৌখিক ভাবে।



ঠিক এই বিষয়টিই ঘটে থাকে  ISSB  তে। দ্বিতীয় দিন বেশ কিছু Test, লিখিত আকারে নিয়ে থাকে  ISSB  তে।

যেমন: 

1) WAT - Word Association Test

2) TAT - Thematic Appreciation test

3) SRT - Situation Reaction Test

4) SCT - Sentence Completion Test

5) My Life

6) Self Assessment

7) Memorable Incident

8) Bitter Experience

9) Essay Writing


এই বিষয় গুলো তে কোন Marking নেই। এই Test দ্বারা আপনার সব মানবীয় গুণাবলি দিক যাচাই করা হবে। 

 ISSB তে Psychological Test, Ground Test, DP VIVA অতপ্রত ভাবে জড়িত। 

একমাত্র  DP VIVA  এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে একজন মানুষের Psychology বোঝা যায়।

আপনারা আপনাদের Psychological কোন সমস্যা আছে কি না সেটা জানতে হলে একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তির কাছে DP VIVA এবং Psychological Test নিয়ে আলোচনা করা উচিত।


Free DP VIVA দেওয়ার জন্য এই Form টি Fill Up করুন।

     Register Now!      


Post a Comment

0 Comments