ISSB PPDT Test

 

PPDT - A to Z

Table of content


PPDT Test কি?

ISSB এর প্রথম দিনের ২য় টেস্ট (১ম টেস্ট - IQ Test) হিসাবে PPDT পরীক্ষাটি পরিচালিত হয়।
PPDT এর পুর্ন রূপ হল "Picture Perception and Description Test". ISSB এর পিপিডিটি পরীক্ষাটি কেবলমাত্র স্ক্রীনিং প্রক্রিয়ার একটি অংশ।


PPDT Picture & Perception Partঃ

এই টেস্টটি মূলত দুটি অংশে বিভক্ত হয় -
  • ছবি প্রতিদর্শন
  • আলোচনা
পিপিডিটি টেস্টে ছবি প্রদর্শন অংশটি মূলত প্রাথমিক অংশ। এই অংশে, আপনাকে প্রজেক্টরে একটি ঝাপসা/ব্লার ছবি দেখানো হয়, যার মধ্যে কিছু পরিস্থিতি বা ঘটনা দেখা যায়।
ছবি বিশ্লেষণ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে।





PPDT Writing Part:


লেখার জন্য এই রকম পেপার দেওয়া হবে, যেখানে ৩ টি ভাগ থাকবে

  • Spot Box
  • Action Box
  • Story Box

Spot Box:

spot box এ ছবিতে দেখানো প্রতিটি চরিত্রের
  • বয়স
  • লিঙ্গ
  • মনের অবস্থা/মূল্যায়ন


Action Box:

Story এর সারাংশ লিখতে হবে


Story Box:

Spot box এর চরিত্রদের নিয়ে ও ছবির পরিবেশ অনুযায়ী গল্প লিখতে হবে ।


PPDT Discussion Part:



প্রার্থীদেরকে এলোমেলোভাবে ৮-১২ জনের গ্রুপে বিভক্ত করা হবে। প্রতিটি প্রার্থীকে তাঁদের লেখা গল্প বর্ণনা করতে বলা হবে। 
পরবর্তীতে প্রার্থীদেরকে তাদের নিজস্ব গল্পের লজিক ব্যাখ্যা করতে বলা হবে এবং সীমিত সময়ের মধ্যে একটি গল্প নির্বাচন করতে বলা হবে।













Post a Comment

0 Comments